ইস্কুল-এড়ায়নে সেই ছিল বরিষ্ঠ, ফেল-করা ছেলেদের সবচেয়ে গরিষ্ঠ। কাজ যদি জুটে যায় দুদিনে তা ছুটে যায়, চাকরির বিভাগে সে অতিশয় নড়িষ্ঠ-- গলদ করিতে কাজে ভয়ানক দ্রঢ়িষ্ঠ।
তোমরা যুগল প্রেমে রচিতেছ যে আশ্রমখানি আমি কবি তার পরে দিনু মোর আশীর্বাদ আনি। মিলন সুন্দর হোক্ সংসারের বাধা হোক্ দূর জীবন-যাত্রার পথ হোক্ শুভ হোক্ অবন্ধুর।